January 16, 2025, 12:43 am
এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মারকাজুল ইসলাম ক্যাডেট মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মারকাজুল ইসলাম হাফেজী ক্যাডেট মাদরাসার আয়োজনে গত শনিবার সকাল ১০ টায় অত্র মাদরাসায় এই অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়। মাদরাসার সাধারণ সম্পাদক আবদুল করিম মহারাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদরাসার সভাপতি মো.আবু তাহের
(আপেল)মুন্সি,বিশেষ অতিথি ছিলেন ,জগতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আকতারুল হক মাষ্টার,অত্র মাদ্রাসার পরিচালক সদস্য মো. আবুল কাশেম , মো.আবুল ফয়েজ,গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ,মোহনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওঃ রফিকুল ইসলাম ,গাজিপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আনোয়ার হুসাইন জিহাদী,অত্র মাদ্রাসার পরিচালক সদস্য হাফেজ গিয়াস উদ্দিন বোদল)।অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওঃ মনিরুল ইসলাম,অভিভাবক মো.আশাদ ড্রাইভার, সাদ্দাম হোসেনের (মা), মো.শওকত আলী ব্যাপারী প্রমুখ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com