January 16, 2025, 3:08 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার সকালে উপজেলার রঘুনাথ পুর মেহনাজ হোসেন মীম কলেজন সংলগ্ন মাঠে ভিটিকান্দি ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরিদ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা কৃষক দলের আহবায়ক শাহজাহান সওদাগর,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া,সদস্য মোহাম্মদ আলী,ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকা,
উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন মেম্বার,সিনিয়র যুগ্ম- আহবায়ক আবদুল করিম মহারাজ,সাবেক কৃষকদল নেতা মাজহারুল ইসলাম মাফুজ ভূইয়া প্রমুখ।তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম হৃদয়ের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম চেয়ারম্যান,উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক কবির হোসেন, মো.নজরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো.মানিক মিয়া,উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মো.রিপন আহমেদ,ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম,শ্রমিক দলের আহবায়ক আবুল কালাম,ইউনিয়ন যুব দলের যুগ্ম- আহবায়ক যুবরাজ হোসেন রাসেলসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।ভিটিদকান্দি ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে কর্মী সভায় আহবায়ক ও সদস্য সচিব পদে প্রার্থী হলেন:আহবায়ক পদে প্রার্থী মো.হুমায়ুন কবির সরকার,নূরে আলম,মো.শাহাজুদ্দিন সরকার,
মুকবুল হোসেন,ফারুক সরকার, তাইজুদ্দিন ও সদস্য সচিব পদে প্রার্থী মো.সাহেব আলী, কবির হোসেন, হারুন সরকার, ইমাম হোসেন, নাজিম উদ্দীন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com