January 16, 2025, 1:35 am
স্টাফ রিপোর্টারঃ নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করলো রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন। সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী দিবসটি উদযাপনে ফুল দিয়ে শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, আলোচনা সভা, বিজয় মেলাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধাগণ। এরপর উপজেলা পরিষদ চত্বরের স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও শিশুরাও একে একে ফুলেল শুভেচ্ছা জানান। স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সকলেই আগামীর বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে রচিত নতুন বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সকালে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় অডিটোরিয়াম হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে প্রথমেই বীর মুক্তিযোদ্ধাদের সামনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, থানার অফিসার ইনচার্জ কবির হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।
পরে মঞ্চে এক একজন করে অনুভূতি ব্যক্ত করেন। এসময় বৈষম্যবিরোধী সমন্বয়ক, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াতে ইসলামী দলের
নেতাকর্মীরাও বৈষম্যবিরোধী দেশ গঠনে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২০০৮ ও ২০১৮ সনের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক মেয়র আল মামুন খান, উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নেতা আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আসাদুল হক আসাদ, জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক রায়হান, প্রেস ক্লাবের সদস্য-সচিব আরিফ সাদাত, সদস্য আবু হাসাদ ও সোহানুর রহমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান রিকো, আলিফ হোসেন দীপ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com