January 16, 2025, 1:10 am
মোঃ আরিফুল হক (রুবেল)পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধ কমান্ড, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
পরে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অডিটোরিয়াম হলরুমে সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে আলোচনা সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন- ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক মেয়র আল মামুন খান, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীস বসাক,
কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পুঠিয়া প্রেস ক্লাবের সদস্য-সচিব আরিফ সাদাত প্রমুখ।
শহীদ দিবসের আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।#
মোবাইল:- ০১৭১২-৫০৪৭৫৭
তারিখ:- ১৪/১২/২০২৪ ইং।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com