January 16, 2025, 1:51 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের যুক্ত করার জন্য একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স অডিটোরিয়ামে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহীতে স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন ইয়ুথ গ্রুপকে নিয়ে এ আয়োজন করা হয়। শুরুতে ক্রিয়েটিভ মিডিয়ার হেড অব ক্রিয়েটিভ মাহাবুব মোর্শেদ রিফাত আইডায়াস্পোরা প্লাটফর্মের বিভিন্ন দিক উপস্থাপন করেন। তিনি বলেন, আইডায়াস্পোরা একটি বৈশ্বিক প্লাটফর্ম। এই প্ল্যাটফর্মটি রাজশাহী অঞ্চলের মানুষদের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূদ নাগরিকদের সহযোগিতার মেলবন্ধন ঘটাতে সক্ষম হবেসেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র ন্যাশনাল কমিউনিকেশন কনসালটেন্ট সৌমিন শাহরিদ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইডায়াস্পোরা সম্পর্কে তাদের নিজেদের মন্তব্য এবং মতামত তুলে ধরেন। যা ভবিষ্যতে ডায়াস্পোরা প্ল্যাটফর্মকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com