January 16, 2025, 2:03 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় সাটার কেটে ডাকাতি করতে এসে জনতার হাতে আটক হলো দাউদকান্দির ডাকাত সাদ্দাম (৩৩)। সে ওই উপজেলার টামটা গ্রামের রফিকুল ইসলাম ও আয়েশা বেগমের ছেলে।গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলায় ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর জুলু ভুইয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন অটো পার্টসের দোকানে ডাকাতিকালে তাকে ও
ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক গাড়ীটিও আটক করা হয়।এ ঘটনায় দোকানের মালিক বাদী হয়ে সাদ্দামকে সহ অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করে হোমনা থানায় একটি মামলা রুজু করেন। আটককৃত আসামী সাদ্দামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেন।থানা পুলিশ সূত্রে জানা যায়, কাশিপুর গ্রামের পার্টস ব্যবসায়ী গত ৯ডিসেম্বর রাত ১০টার দিকে প্রতিদিনের মত বেচাকেনা শেষে দোকান সংলগ্ন উত্তর পাশে থাকা একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ৩টার দিকে দোকানের পাশে গাড়ীর শব্দ শুনে ঘুম ভাঙ্গে। তখন সে বাহিরে বের হয় দেখেন সাদ্দামসহ অজ্ঞাতনামা ২/৩ জন মিলে লোহার কাটারের সাহায্যে দোকানের সাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে এবং দোকান থেকে অটো পার্টসের মালামাল পিকআপ গাড়ীতে লোড করতে থাকে।এরপর পার্টস দোকানের মালিক শোর-চিৎকার করিলে আশপাশের লোকজন এসে সাদ্দামকে ও হলুদ-আকাশীনীল রংয়ের একটি পিকআপ গাড়ী আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। এরপর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।
বাদী জানায়, ডাকাতরা তার দোকানের ক্যাশে থাকা নগদ ১লাখ ৩০হাজার টাকা নিয়া যায় এবং পিকআপে দোকানের মালামালগুলো লুট করে ভরতে থাকে।এ বিষয়ে তিনি মামলা করেছেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com