January 16, 2025, 1:03 am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশের অভিযানে ৬২ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (১১ ডিসেম্বর) বুধবার চারঘাট থানার বাসুদেবপুর গ্রামে ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে ফারুক হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে ৬২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ফারুক হোসেন (৩২) চারঘাট বাসুদেবপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চারঘাট মডেল থানার এসআই মোঃ কামরুজ্জামান ও ফোর্সসহ ১১ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মাদক কারবারি মোঃ ফারুক হোসেন এর বসবাড়ির মধ্যে অবৈধ গাঁজার গাছ উৎপাদন, চাষাবাদ ও পরিচর্যা করছে। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার এসআই কামরুজ্জামান ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে অবৈধ ২টি কাঁচা তাজা বড় গাঁজার গাছ, ডালপালাসহ ৬২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ ফারুক হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে গাঁজা উদ্ধারের ঘটনায় চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com