January 16, 2025, 3:13 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ছেলে’সহ আটক

তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ছেলে’সহ আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযানে ছেলে মারুফ হাসান জিমিসহ আটক হয়েছে উপজেলা জগতপুর ইউপি সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান।গতকাল বুধবার রাত ২টায় তিতাস থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নীজ বাড়ি থেকে তাদেরকে আটক করে।তিতাস থানা পুলিশ সুত্রে জানাযায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনা মামলায় চেয়ারম্যান ও তার গ্রেপ্তার করা হয়েছে।তাছাড়া জানাযায়, ওই গ্রামের মীর হোসেনের একটি গরুখামার থেকে দুইটি গরু চুরি হয়। এ মর্মে মীর হোসেনের ভাই তুহিন বাদি হয়ে একই গ্রামের শেখ ফরিদকে আসামি করে তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শেখ ফরিদকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন তিতাস থানা পুলিশ। এরই জেরে গত মঙ্গলবার দুপুর আড়াইটায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ছোট ছেলে মারুফ হাসান জিমি একটি দা হাতে নিয়ে এসে মামলার বাদী তুহিনকে খোঁজতে থাকে তখন কাউকে না পেয়ে বাড়ির একটি বসত ঘরেত টিনের বেড়ায় এলোপাতাড়ি কুপিয়ে মহিলাদের হুমকি ধমকি ও গালিগালাজ করে চলে যায়।তিতাস থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন,জগতপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও তার ছেলে জিমিকে বৈষম্য বিরোধী আন্দোলন আহত ঘটনা মামলার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com