January 16, 2025, 2:47 am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে গত (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হয় মো: মিলন, মো: সোহেল রানা (৪৪), মো: পারভেজ হোসেন(৩০), মো: শান্ত (২৭), মো: মাহাবুব হোসেন মাসুদ (৫৫) ও মো: সেকেন্দার আলী বাবু (৫০)।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী মিলন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাগড়া গ্রামের মৃত জমসেদ মন্ডলের ছেলে। নওহাটা পৌরসভার আওয়ামী লীগ কর্মী সোহেল রানা পবা থানার বাগধানী উলাপুর গ্রামের আবু সাঈদের ছেলে। পারভেজ শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে। ছাত্রলীগ কর্মী শান্ত শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে। আওয়ামী লীগ কর্মী মাহাবুব হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার শুরশুনিপাড়া এলাকার মো: ইসমাইল হোসেনের ছেলে। মহাদেবপুর থানা আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী নওগাঁ জেলার মহাদেবপুর থানার ফাজিলপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট পাত্তাপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com