January 16, 2025, 2:35 am
স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ ঘটিকা’য় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক এর অগ্নি- অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ শেয়ারিং সভার আয়োজন করে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ মাহবুবুল ইসলাম বাগমারা উপজেলা, রাজশাহী । এছাড়াও সভায় বক্তব্য রাখেন, বাগমারা পুলিশ সদস্য গৌরব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা,CSO মেম্বার, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি, অভিবাবক সদস্য,চায়ের দোকানদার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, শিক্ষার্থী ও সাংবাদিক।
সভা পরিচালনা ও প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন, মোঃ মিজানুর রহমান পারভেজ প্রকল্প কর্মকর্তা (ব্র্যাক- অগ্নি) সার্বিক সহযোগিতায় মনিরুল ইসলাম ও মিনহাজ আলম, স্বেচ্ছাসেবক বাগমারা উপজেলা, প্রমুখ।
প্রকল্পটি বাগমারা উপজেলায় স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে হয়রানি ও জেন্ডার যৌনভিত্তিক প্রতিরোধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে বাগমারা উপজেলায় মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা, স্কুল পর্যায়ে যৌন হয়রানি কমিটি গঠন ও সক্রিয় করা, ফলোআপ সভা, কমিউনিটি পর্যায়ে অভিবাবক সভা ও টি -স্টল মিটিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, আইনের প্রয়োগ, জরুরী সেবা ও নিরাপদ কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে।
উক্ত সভায় সকলের উন্মুক্ত আলোচনা শেষে সভাপতির সমাপনী ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সার্ভিস ম্যাপিং ও শেয়ারিং সভার সমাপ্তি ঘোষণা করেন, জনাব মোঃ মাহবুবুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, বাগমারা উপজেলা।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com