January 16, 2025, 1:57 am
নিজস্ব প্রতিবেদক : বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ২০ গ্রাম হেরোইন, ২৫৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ২ হাজার ১৪০ টাকাসহ আমিনুল ইসলাম শাহিদ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রোববার (৮ ডিসেম্বর রাত ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ তথ্য নিশ্চিৎ করেন বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২ টার দিকে বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলীর নির্দেশে এসআই উৎপল কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ২ নং নরদাশ ইউনিয়নের সুজনপালসা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সুজনপালসা গ্রামের সোলায়মানের ছেলে আমিনুল ইসলাম শাহিদ (২৮) কে ২০ গ্রাম হেরোইন, ২৫৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ২ হাজার ১৪০ টাকাসহ হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহিদ র্দীঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো বলে পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় বাগমারা থানায় একটি মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com