January 16, 2025, 2:18 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসে বৃদ্ধার মত্যু,৪লক্ষ টাকায় রফাদফা

তিতাসে বৃদ্ধার মত্যু,৪লক্ষ টাকায় রফাদফা

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে ফিরোজা বেগম নামে ৬০ বছরের এক বৃদ্ধার রহস্য জনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় ৪লক্ষ টাকায় রফাদফা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন ও কইয়ারপাড় গ্রামের নেতা মো. মহসিনের বিরুদ্ধে।সে উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বজলু মিয়ার স্ত্রী।জানা যায়,গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিহতের ছেলে সাইফুলকে মারধর করে একই গ্রামের রেজাউল,রতন,তকদির,ফয়সাল,মামুন ও বসিরের দলবল।তাদের হাত থেকে ছেলে সাইফুলকে বাঁচাতে গিয়ে মারপিটের স্বীকার হয় ফিরোজা বেগম। তখন রেজাউলসহ তার দলের মারধরের শিকার হয়ে ঘটনাস্থলে স্টোক করে ফিরোজা বেগম।তখন তাকে উদ্ধার করে ঢাকার একটি প্রাইভেট হাসাপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ফেরত নিয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধা মৃত্যুর কারণ জানতে চাইলে তখন তার ওমান প্রবাসী ছেল শাহজালালের স্ত্রী লাভলী আক্তার বলেন,আমার শাশুড়িকে কেউ মারে নাই তার বয়স হয়েছে সেজন্য স্টোক করেছে।তাহলে থানায় অভিযোগ কেন? করেছিলেন তখন তিনি আর কথা না বলে ছিটকে পড়েন।স্থানীয় ওয়ার্ড সদস্য আবুল হোসেন ও কইয়ারপাড় গ্রামের নেতা মহসীন ৪ লক্ষ টাকা রফাদফার অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা চার-পাঁচ গ্রামের সাহেব সর্দাররা বইসা সিদ্ধান্ত নিয়েই লাশ দাফন করেছি।সে স্টোক করে মারা গেছে এখানে কোন কিছু হয় নাই।এই নিয়ে লেখালেখির কিছু নেই।লেখার মতো কোন কিছু হইলে তো আমরাই আপনাদেরকে বলতাম।এ ব্যাপারে তিতাস থানা এসআই কাউছার জানান,এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করনি। তবে শুনেছি ফিরোজা বেগম নামের একজন স্ট্রোক করে মারা গেছেন।

 

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com