December 5, 2024, 6:36 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার ২৯ নভেম্বর ২০২৪খ্রিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবন মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও বিশেষ সভা অনুষ্ঠিত। মাদক,জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, ন্যাশকতা,গুজব,উস্কানি প্রতিরোধ সংক্রান্ত সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্য উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ খলিলুর রহমান, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ হাসান জামিল খাঁন, সরকারি মহাবিদ্যালয় এঁর অধ্যক্ষ মোঃ রমজান আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, বিএনপির সভাপতি এম এ হান্নান, বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন আহমেদ, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া,পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস, জামায়াত ইসলাম এঁর আমির মোঃ ছায়েদ আলী প্রমুখ। তাছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক সহ আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যগণ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com