December 5, 2024, 6:55 pm
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার ২৭ নভেম্বর ২০২৪খ্রিঃ নাসিরনগর উপজেলার গুনিয়াউক বাজারে সামনে সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেছে। মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী সাংবাদিকদের বলেন, “স্কুলে যাওয়ার পথে উৎ পেতে থাকা কয়েকজন দা ও রড নিয়ে দানু মাস্টারের ওপর হামলা করে। হামলার সময় তারা শিক্ষকের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে থাকলে সে অজ্ঞান হয়ে পড়ে। তখন লোকজন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেছেন। শিক্ষকের ওপর হামলা ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ১৯ নভেম্বর শিক্ষক সমাজের মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তারা বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণ করা সাইফুর রহমান বলেন, অভিযুক্ত গেদু মিয়া, আব্দুল আহাদ, তোফাজ্জল মিয়া, রফিক, সেনু মিয়া, গিয়াস সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দানু মাস্টারের ওপর হামলা চালিয়েছে। আমরা এর ন্যায় বিচার চাই।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com