March 15, 2025, 8:00 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসের জগতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ  আত্রাইয়ে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন আত্রাইয়ে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ খেলতে গিয়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপুরে প্রকাশ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায় ভাসছেন ইউএনও প্রেস বিজ্ঞপ্তি বাউয়েটের ২৪তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ুন: আরিফ-শাকিল

প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ুন: আরিফ-শাকিল

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ

রাজনৈতিক প্রতিহিংসায় দলীয় নেতা কর্মীদের বলিরপাঠা বানিয়ে ফাঁয়দা হাসিল করতে গিয়ে দলসহ সবাইকে বিপদে ফেলবেন না। প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ুন। চাঁদাবাজি, দখলদারত্বসহ সকল অপকর্ম বন্ধ করতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অপকর্মকারীদের কোনো দলীয় পরিচয় হয় না। দলের পরিচয়ে অপকর্ম করলে তাঁদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর চন্দ্রীমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, রাজশাহী জেলার যুগ্ন আহবায়ক ইঞ্জি: মো: আরিফুজ্জামান ও রাজশাহী মহানগর জাতীয়তাবাদী দলের সাবেক সদস্য ইঞ্জি: শাকিলুর রহমান ।
২৭ নভেম্বর (বুধবার) সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে মতবিনিময় কালে এসব কথা বলেন তাঁরা।
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ইঞ্জি: শাকিলুর রহমান বলেন, নিজ দলের কর্মী সমর্থকদের প্রতিহিংসার রাজনীতিতে মিথ্যা তথ্য বা প্রোপাগাণ্ডা চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন না। এতে সাধারণ মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। অপর দিকে বিরোধীরা এতে সুযোগ নেয়।
আমরা দীর্ঘ লড়াই করেছি। তারপর যদি মনে করেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন একটা ভাসমান অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে ফ্যাসিবাদীরা তার সুযোগ গ্রহণ করতে পারেন। ইতোমধ্যে চক্রান্ত শুরু করেছেন তারা। সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।’ ফ্যাসিবাদের দোসরা সুযোগ সন্ধানী ব্যক্তিবর্গের প্রশ্রয়ে নানা অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন। এব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। ‘বিএনপি ১৭ বছর ধরে লড়াই করে একটা ভিত্তি তৈরি করেছে। জেল জুলুম সহ্য করেই এখন অবদি টিকে আছেন। তরুণ-যুবক-ছাত্ররা আন্দোলন বিজয় পর্যায়ে নিয়ে গেছে… বুকের রক্ত ঢেলে দিয়েছে… আবু সাঈদ থেকে শুরু করে আরও অনেকে… প্রায় হাজারখানেক শিক্ষার্থী প্রাণ দিয়েছে।’ এসব মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
ইঞ্জি: আরিফুজ্জামান বলেন, ‘এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এসব কথা অপরাজনীতি করার একটি চক্র সক্রিয় হয়েছেন। তাদেঁর ব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। আমরা তাঁদের নিরাপত্তায় নিয়োজিত ছিলাম। আগামীতেও তাঁদের নিরাপত্তাসহ সকল প্রকার অপতৎপরতা বদ্ধে মাঠে থাকবো ইনশাআল্লাহ। সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা পাহারা দিয়েছি। এখন তাঁদের নিয়ে একটি চক্র অপরাজনীতির খেলায় মেতেছে। বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী ‘প্রেম ও ভালোবাসা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আমরা মাঠে কাজ করছি। এই কাজ করতে গিয়ে সুবিধাবাদী ফ্যাসিবাদের দোসররা মিথ্যা প্রোপাগাণ্ডাও ছাড়াচ্ছে। আমরা এতে উদ্বিগ্ন নই।
আমরা কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ চাই না। সাধারণ মানুষ নিরাপদে স্বাভাবিক জীবন যাপনে কোনো বাঁধা আসে আসে বা সমস্যার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com