December 5, 2024, 7:21 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার ২০ নভেম্বর ২০২৪খ্রিঃ বিকালে নাসিরনগর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পিটিআই মার্কেট মাঠে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিরুল হোসেন চকদার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আবু শামীম মোঃ আরিফ (ভিপি শামীম)। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন হোসেন। উপজেলা কৃষক দলের সদস্য সচিব এম এ শাহ আলম পাঠান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছোঁয়ায় রেজা, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম তাকিউল ইসলাম প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এম মঈন , স্বেচ্ছাসেবক দল নেতা মো: শামীমুল ইসলাম, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম মারজান ইসলাম সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com