December 5, 2024, 6:43 pm

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসে বৃদ্ধার মত্যু,৪লক্ষ টাকায় রফাদফা তিতাসে বিএনপির সমাবেশ উপলক্ষ্য গণসংযোগ চারঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ২৪ উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা আত্রাইয়ে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু ও ছাগল চুরি  (শোক বার্তা) তারিখঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ইং রাণীশংকৈলে অজ্ঞান পার্টির স্প্রে মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের চারজন অচেতন  গোদাগাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে ৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা  গোদাগাড়ীতে ৫০ গ্রাম হিরোইন সহ দুইজন মাদক কারবাড়ি আটক করেছে ডিবি পুলিশ রাণীশংকৈলে আল-হিকমাহ্ স্কুলে বার্ষিক ইসলামিক  সাংস্কৃতিক অনুষ্ঠান 
রাণীশংকৈলে আমন ধানের বাম্পার ফলন ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন কৃষকেরা

রাণীশংকৈলে আমন ধানের বাম্পার ফলন ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন কৃষকেরা

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাঠে মাঠে সোনালী ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা জুড়ে ধান ক্ষেত গুলো যেন সোনালি রঙে সাজতে শুরু করেছে। চলতি আমন মৌসুমে আমন ধানের ফলন ও দাম ভালো থাকায় কৃষকদের মনে আনন্দ বিরাজ করছে। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় ধানের আশানুরূপ ফলন হয়েছে।

কৃষি অফিস সূত্র জানা গেছে, অধিক ফলনের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধান চাষাবাদে কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। ধানের অন্যতম কীট শত্রু বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) বিস্তার রোধে উপজেলা ব্যাপি মাঠ দিবস, মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারণা করে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করি। কৃষকেরা আমাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরিচর্যা ও কীটনাশক প্রয়োগ করে। ফলে কারেন্ট পোকার আক্রমণ তেমন একটা লক্ষ্য করা যায়নি। এবার উপজেলার সর্বত্রই আমন ধানের ভালো ফলন হয়েছে। ধান আবাদে এ বছর লক্ষ্য মাত্রা অর্জিত হয়েছে। কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসারগণ কৃষকদের সব সময় মাঠে তদারকি, পরামর্শ ও সহযোগিতা করে আসছেন। সেই সঙ্গে সরকারি প্রণোদনা ও নানা কর্মসূচির মাধ্যমে ধান চাষ বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি ।

 

সরেজমিনে, রাণীশংকৈল পৌরসভা, ধর্মগড়, নেকমরদ, হোসেনগাঁও, লেহেম্বা, বাচোর, কাশিপুর, রাতোর, নন্দুয়ার ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়, দিগন্ত জোড়া সবুজ আর হলুদ রঙে সেজেছে আমন ধানের ক্ষেত। ধানের মম গন্ধে ভরে উঠেছে গ্রামীণ জনপদ। এখন মাঠজুড়ে আমন ধান সোনালি রঙ ধারণ করেছে। জমিতে চারা লাগানোর পর থেকেই কৃষকেরা ভালো ফলনের আশায় সময়মতো নিবিড় পরিচর্যা, সার, সেচ ও কীটনাশক প্রয়োগ করেছেন। এ কারণে আবাদও ভালো হয়েছে। এছাড়াও এবার ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এ মৌসুমে কৃষকদের জমিতে আমন ধানের ফলন ভালো হয়েছে। ধান ক্ষেতে গাছের শীষ ধানে নুইয়ে পড়ছে। ইতিমধ্যে বেশকিছু এলাকায় ধান কাটা প্রায় শেষের দিকে।

কৃষকেরা জানান, এবার ধানের রোগবালাই কিছুটা কম ও আবহাওয়া অনুকূল থাকায় গত বছরের তুলনায় এবছর ফলন ভালো হয়েছে। সাধারণত অগ্রহায়ণ মাসের দিকে আমন ধান কাটা হয়। এবার অনেক মাঠেই এক মাস আগেই এই ধান পাকতে শুরু করেছে। সব খরচ বাদ দিয়ে এবার লাভবান হবেন বলে আশা করছেন কৃষকেরা। ধান তোলা শেষ হলে একই জমিতে আগাম জাতের আলু, সরিষা, গম ,ভুট্টা আবাদের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

হোসেনগাঁও ইউনিয়নের কৃষক আব্দুল করিম জানান, এবার আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে পোকার আক্রমণ তুলনামূলক কম থাকায় আমন ধান চাষে তেমন কোনো ক্ষতি হয়নি।

লেহেম্বা ইউনিয়নের কৃষক হাফিজ উদ্দিন বলেন, এবার আগাম আমন ধান চাষ করেছি। ধানের ফলন আর দামও অনেক ভালো থাকায় গত বছরের তুলনায় বেশ লাভবান হয়েছি। ধান কেটে ওই জমিতে আলুর চাষ করব। গত বছরে ধান বিঘা প্রতি ১৮ থেকে ২০ হয়েছিল এবার বিঘা প্রতি ২৫ থেকে ২৬ মন পর্যন্ত। মানভেদে মনপ্রতি বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত।

 

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, এবার উপজেলা জুড়ে প্রায় ২১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এরমধ্যে উফসী বিভিন্ন জাতের আমন ধানের চাষ হয়েছে। এধরনের জাতের মধ্যে রয়েছে ব্রিধান-৫১,ব্রিধান ৫২,ব্রিধান ৭১,ব্রিধান ৭২,ব্রিধান ৭৪,ব্রিধান ৭৫,ব্রিধান ৮৭,ব্রিধান ৯৩,ব্রিধান ১০৩। বিনা ১৬ ও ১৭ জাতের ধান চাষাবাদ হয়েছে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com