December 5, 2024, 7:29 pm
আরিফুল হক (রুবেল) রাজশাহীর পুঠিয়ায় শরফরাজ হোসেন মিন্টু নামের এক ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে চিকিৎসক না হয়েও সেবা দেয়ার অভিযোগ ছিল।
বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে অভিযুক্ত চিকিৎসকের চেম্বার সাথী ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নূর হোসেন নির্ঝর তাকে এই জরিমানা করেন। সেখানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আল আমিন সরকার উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর হোসেন নির্ঝর বলেন, ‘পুঠিয়া পৌর সদরে কৃষ্ণপুর এলাকায় শরফরাজ মিন্টু নামের এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে সেবা দিয়ে আসছিলেন। যদিও তার চিকিৎসা বিষয়ে কোনও ডিগ্রি নেই। এছাড়া রোগী দেখার জন্য ২০০ টাকা করে নিতেন। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে তিনি এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিয়েছেন।’ #
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com