December 5, 2024, 7:24 pm

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসে বৃদ্ধার মত্যু,৪লক্ষ টাকায় রফাদফা তিতাসে বিএনপির সমাবেশ উপলক্ষ্য গণসংযোগ চারঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ২৪ উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা আত্রাইয়ে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু ও ছাগল চুরি  (শোক বার্তা) তারিখঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ইং রাণীশংকৈলে অজ্ঞান পার্টির স্প্রে মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের চারজন অচেতন  গোদাগাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে ৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা  গোদাগাড়ীতে ৫০ গ্রাম হিরোইন সহ দুইজন মাদক কারবাড়ি আটক করেছে ডিবি পুলিশ রাণীশংকৈলে আল-হিকমাহ্ স্কুলে বার্ষিক ইসলামিক  সাংস্কৃতিক অনুষ্ঠান 
নাসিরনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নাসিরনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান  শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪খ্রিঃ বিকাল ৪.৩০ ঘটিকায় নাসিরনগর শহীদ মিনার চত্বরে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম শেখ এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা তাদের বক্তৃতায়, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভাপতি নূরে আলম শেখ বলেন, আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি দ্রুত প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় বিচারের দাবিতে কেন্দ্রীয় ভাবে কর্মসূচি পালন করতে বাধ্য হবো।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা, প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, সিক্তা রাণী দত্ত, তাহমিনা বেগম, সহকারি শিক্ষক আকবর হোসেন, সঞ্জয় দেব, মনির হোসেন, সৈয়দ মিয়া, লিটন দেব নাথ, ফয়সাল আহমেদ প্রমুখ।
গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হামলা শিকার প্রধান শিক্ষক শাহাবুদ্দিন দানুর স্ত্রী তাহমিনা বেগম বলেন, সন্ত্রাসী সাবেক মেম্বার গেছু মিয়া, আব্দুল আহাদ, তোফাজ্জল মিয়া, রফিক, সেনু মিয়া, গিয়াস সহ আরো অনেকের আমার স্বামীর উপর দা, কোরাল, রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্নকভাবে আহত করেন। আমি আমার স্বামীর উপর হামলাকারীদের বিচার চাই।উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল ৯ টায় উনার নিজগ্রাম গুনিয়াউক থেকে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে দুর্বৃত্তরা আক্রমণ চালায়, পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাসিরনগর সদর হাসপাতালে আনার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com