December 5, 2024, 7:38 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২ চোরকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়,১৭ নভেম্বর ২০২৪ইং রাত ০৮.০০ ঘটিকা হইতে ০৯.০০ ঘটিকার মধ্যে ৩ নং কুন্ডা ইউনিয়ন এলাকায় একটি মুদি দোকানে চুরি হয়। চোরেরা দোকান হইতে সিগারেট, সাবান, তৈল চুরি করে নিয়ে যায়। থানা পুলিশ রাতে অভিযান পরিচালনা করে হৃদয় মিয়া (১৯) ও জুয়েল কাজী (২০) কে গ্রেফতার করে। তাদের নিকট থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৮ (আট চল্লিশ) প্যাকেট সিগারেট উদ্ধার করে নাসিরনগর থানার মামলা নং-২১, তাং-১৮/১১/২০২৪খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com