December 5, 2024, 7:03 pm
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে মাদক নির্মুলে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”যে মুখে মা” সে মুখে মাদক না।”জীবনকে হ্যাঁ বলুন”‘মাদককে না বলুন, ‘এসো নেশা ছেড়ে কলম ধরি’ মাদক মুক্ত সমাজ গড়ি,মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান”এই স্লোগানে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের রামভদ্রা গ্রামবাসীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫ নভেম্বর শুক্রবার বিকালে সাতানি ইউনিয়নের রামভদ্রা ঈদগাহ ময়দানে সামাজিক অবক্ষয় ও মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. কামাল হোসেন ফকিরের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক ডাঃ মো. ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতানী ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্ব প্রাপ্ত তিতাস থানার এস আই উত্তম চন্দ্র দাশ,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খন্দকার,স্থানীয় ওয়ার্ড সদস্য মো.নাজিমুদ্দিন খন্দকার,
বিশিষ্ট সমাজসেবক ডি এম রাসেল মেম্বার,মো.আলম খন্দকার, এ এইচ এম জাকির সওদাগর, রোকন উদ্দিন সরকার,মফিজুল ইসলাম বশির,আবদুল হক মেম্বার,শাহ আলম মাষ্টার,শাকিল আহমেদ অহিদ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন আবদুর রশিদ,মো.ইদ্রিস আলী ,মোবারক হোসেন, আবদুর রাজ্জাক,শেখ ফরিদ খন্দকার,মফিজ উদ্দিন,খলিল মিয়া,কামাল হোসেন মোল্লা, আনোয়ার হোসেন সরকার, রহমত উল্লাহ রাতুল,মোস্তফা কামাল সুমন,গিয়াসউদ্দিন, ওয়াসিম, হৃদয় খন্দকার,
মো.আলী, ছবির হোসেন,আলম মিয়াসহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।অনুষ্ঠিত সভায় বক্তারা এলাকাবাসীকে সচেতন হওয়ার আহবান জানান।তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতিকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন এবং সত্যবাদিতা,দেশপ্রেম ও মানবতায় অঙ্গিকারবদ্ধে শপথ নেন।মাদক প্রতিরোধের সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী মাহাদী ইব্রাহিম, রফিকুল ইসলাম,এনামুল খন্দকার,জালাল রাজ, মুক্তার হোসেন সানি প্রমুখ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com