March 15, 2025, 4:23 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসের জগতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ  আত্রাইয়ে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন আত্রাইয়ে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ খেলতে গিয়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপুরে প্রকাশ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায় ভাসছেন ইউএনও প্রেস বিজ্ঞপ্তি বাউয়েটের ২৪তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
তিতাসে কিশোর গ্যাংয়ের পিটনিতে আহত যুবকের মৃত্যু

তিতাসে কিশোর গ্যাংয়ের পিটনিতে আহত যুবকের মৃত্যু

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে কিশোর গ্যাংয়ের পিটনিতে আহত স্বপন ভূইয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বেসরকারী হাসপাতাল ইস্টার্ন কেয়ার (লালমাটিয়া) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সে উপজেলা জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের সোবহান ভূইয়ার ছেলে।এলাকাবাসী সুত্রে জানাযায়, দুই বছর আগে ওমরপুর গ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশন নামে এক সংগঠনের সৃষ্টি হয়।এই সংগঠনের সব সদস্যই বয়সে কিশোর।তাদের কাজই হলো মানুষকে জিম্মি করে বিচার বানিজ্য এবং ভয়ভীতি প্রদর্শন ও নিরীহ মানুষকে ফাঁসিয়ে মোটা অংকের টাকা আদায় করাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা।এ শক্তির জোরেই স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের সভাপতি কিশোর গ্যাং লিডার আসিফ ও সাধারণ সম্পাদক নাজমুল,রোকন, দীপু, সাইদুল ও রাকিবসহ ৫০-৬০ কিশোর গ্যাং সদস্যরা

গত ৩১ অক্টোবর রাত দশটার দিকে প্রবাসী স্বপনকে তাড়া করে জাকির হোসেনের ভূইয়া কনফেকশনারি দোকানে নিয়ে যায়। ভয়ে স্বপন জাকির হোসেনের দোকানে আশ্রয় চেয়েও শেষ রক্ষা হয়নি।সেখানেই দুই দফায় এলোপাতাড়ি মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকরী হাসপাতালে স্থানান্তর করা হয়।নিহতের ৯ মাসের গর্ভবতী স্ত্রী জানান,স্বপনকে মারার আগে তার কাছ থেকে ব্ল্যাকমেইল করে দুই দফা টাকা নিয়েছে ওই কিশোর গ্যাং লিডার আসিফ ও নাজমুল। পুনরায় তারা দুই লাখ টাকা দাবী করেছিলো স্বপনের কাছে। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালেই তাকে একবারে প্রাণে মেরে ফেলা হয়েছে। তাদের ভয়ে গ্রামের মুরব্বিরাও আতংকে থাকে।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শুনেছি উপজেলা ওমরপুর গ্রামে মারামারি হয় এতে স্বপন নামক এক যুবক আহত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।গতকাল রাতে নিহতের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছিল। অভিযোগ না দিয়ে তারা চলে যায়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com