December 5, 2024, 6:49 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম এর সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ রাত্রে নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এঁর কার্যালয়ে ” মিট দ্যা প্রেস ” সভাটি অনুঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সহ-সভাপতি মো. আসমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, কোষাদক্ষ মো. আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আদেশ চন্দ্র দেব, দৈনিক সমকাল ও বাংলাভিশনের প্রতিনিধি মোরাদ মৃধা, খোলা কাগজ উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মিহির কুমার দেব, দৈনিক ঢাকার প্রতিনিধি এম এ ফয়সাল মোর্শেদ, আমার বার্তার প্রতিনিধি জিয়া চৌধুরী, দৈনিক পরিবার প্রতিনিধি ফনি চৌধুরী, দৈনিক বায়ান্ন প্রতিনিধি তন্ময় আহমেদ, সংবাদ দিগন্ত প্রতিনিধি রাকিব চৌধুরী, বিএন নিউজের তোফাজ্জল মিয়া, চেতনায় বাংলাদেশ প্রতিনিধি ইয়াছিন চৌধুরী, সুমন ঘোষ, দেবেশ ভৌমিক প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন,
এসআই নির্মলেন্দু চাকমা, এসআই মনতাজ, এএসআই পলাশ প্রমুখ। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম গত ৫ নভেম্বর নাসিরনগর থানায় যোগদান করেন। অফিসার ইনচার্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকরাও বিভিন্ন ধরনের তথ্যের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com