December 5, 2024, 7:13 pm
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে ২সন্তানের জননী গৃহবধূ জান্নাত অপহরণ মামলার জের ধরে ২৫/৩০জনের একদল স্বশস্ত্র ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলা ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গাজীপুর-বাতাকান্দি সড়কের জগৎপুর সিএনজি স্ট্যাশনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগি পরিবারের অভিযোগ, গত ৫সেপ্টেম্বর উপজেলার সাগরফেনা গ্রামের জান্নাতুল ফেরদৌস নামে ২সন্তানের জননী রহস্যজনক ফোনে নিখোঁজ হয়। ওই ঘটনায় জান্নাতের পরকিয়া প্রেমিক তারেক মাহবুব মুন্নাসহ ৭জনকে অভিযুক্ত করে তিতাস থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
ওই মামলার পর থেকেই মামলা প্রত্যাহার করতে মুন্নার পরিবার জান্নাতের পরিবারকে নানাহভাবে হুমকি-ধমকি দিয়ে আসতেছে।
এদিকে জান্নাত নিখোঁজের বিষয়টি পুলিশও গড়িমসি করে গত দুমাসেও কোন কূল কিনার করেনি; বাধ্য হয়ে জান্নাতের পরিবার গতকাল (৬নভেম্বর) কুমিল্লা ডিবিকে লিখিতভাবে জানালে মামলার দু’মাস পর জান্নাত অপহরণের প্রধান আসামী মুন্নাকে ডি.বি পুলিশ আটক করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।এদিকে জান্নাতের মামা ইনসাফ জেনারেল ট্রেডিং এর সত্ত্বাধিকারী মো. এনামূল হক টিসিবি’র ত্রান বিতরণে ব্যস্ত থাকায় তার ছোট ভাই মফিজুল ইসলামকে নগদ এক লাখ ২০হাজার টাকা দিয়ে কড়িকান্দি সোনালী ব্যাংকে জমা দেয়ার জন্য পাঠায়।
অপরদিকে ডিবি’র হাতে আটক মুন্নার পরিবারের ভাড়া করা অজ্ঞাত সন্ত্রাসীরা জান্নাতের মামা মফিজুল ইসলামকে জগৎপুর সিএনজি স্ট্যাশনে একে পেয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে স্বদর্পে চলে যায়। এসময় মফিজুলের পকেটে থাকা নগদ ১লাখ ২০হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে ভিকটিমের বড় ভাই এনামুল হক অভিযোগ করেন।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেল দিয়ে আসা একজন যুবককে ২৫/৩০জন সিএনজি ড্রাইভারসহ এলাকার মানুষ মিলে অতর্কিতে হামলা করে। কুপিয়ে মেরে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। কি কারণে মেরেছে জানতে চাইলে তারা জানায়, অনর্থক মেরেছে।মারধর ও টাকা লুটের বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ মামুনুর রশির জানান, ত্রিপল নাইনের ফোন পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। সেখানে একজন মটর সাইকেল আরোহী ও সিএনজি চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে। উপয় পক্ষেই আহত হয়েছে। এক প্রশ্নের জবাবে ও.সি জানান, আহত মফিজুল অপহৃতা জান্নাতের মামা কি না জানি না, তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখা হবে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com