December 5, 2024, 7:50 pm
নিজস্ব প্রতিবেদক:কেশরহাট পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালিত এবং এ উপলক্ষ্যে কেশরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে ‘বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি’র কেশরহাট পৌর শাখা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালন করা হয়েছে এবং এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেশরহাট পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তাগণ বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের জন্য রেখে যাওয়া অবদানের কথা তুলে ধরেন এবং আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনায় আবারও বিএনপি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম বুলবুল, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, বিএনপি নেতা হারুনুর রশিদ দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, যুবদলের আহ্বায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, যুবদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, আনারুল ইসলাম ও ওমর ফারুক, কৃষক দলের আহ্বায়ক স্বর্ণকার আব্দুর রহিম, সদস্য সচিব বুলবুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন রুবেল, ছাত্রদলের আহ্বায়ক শফিউল আলম সুইট, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহাগ, শামসুল আলম, গোলাম রাব্বানী, রায়হান সহ কেশরহাট পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com