December 5, 2024, 7:56 pm
তিতাস ( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি গণ বিক্ষোভে রুপ নেয়। এ সময় কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া,
জেলা কমিটির আহবায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় মিছিল কারীরা। পরে তাদের কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করে। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে হোমনা চৌরাস্তা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হোমনা চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর সভাসহ ও বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০ সহস্রাধিক নেতা-কর্মী সমর্থক অংশ গ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন,বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দলীয় ক্ষমতালোভী হয়ে জেলা কমিটিকে ব্যবহার করে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে নিজের আখের গুচ্ছানোর জন্য দলের যোগ্য, জনপ্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনে আর্থিক বানিজ্যের অভিযোগ করে অধ্যক্ষ সেলিম ভুইঁয়ার বহিস্কার দাবী করেন এবং মেয়াদউত্তীর্ণ কুমিল্ল উত্তর জেলা আহবায়ক কমিটি বাতিল ও হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন কমিটি স্থগিত করে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবী জানান হয়। অন্যথায় গণপদত্যাগ সহ দূর্বার আন্দোলন গড়ে তোলার ও হুমকি দেয়া হয়।উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল হক জহর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ন- আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, যুগ্ন আহবায়ক মো. আলমগীর সরকার, যুগ্ন আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ খন্দকার,সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আহাম্মেদ, সাবেক চেয়ারম্যান গাজী মো. মহসীন,সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ,সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মিন্টু, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম মোল্লা,ঘারমোড়া ইউপি চেয়ারম্যান ও যুগ্ন আহবায়ক মো. শাহজাহান মোল্লা, যুগ্ন আহবায়ক মো. রাজু আহম্মেদ রাজ মিয়া, যুগ্ন আহবায়ক ব্যারিস্টার উজ্জল, মো. ওমর ফারুক ভূইয়া,পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহ আলম, যুগ্ন আহবায়ক মো. মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের আহবায়ক মো.মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম মাওলা,বিএনপি নেতা মো. হানিফ,ইয়া মুছা, মো. দুলাল সরকার,হাজী মোক্তার হোসেন, সেলিম কায়সার, মো. মকবুল হোসেন,মো. আল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক মো. জামাল উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সভাপতি শাইজুদ্দিন শাজু প্রমূখ।জানাযায়,গত ২৫ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি কর্তৃক ঘোষিত হোমনা উপজেলা বিএনপির ৫১ ও পৌর বিএনপির ৪১ সদস্যের কমিটিতে হোমনা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা এবং পৌর বিএনপি সদস্য সচিব সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম সহ কয়েক জন জনপ্রিয় নেতাকে বাদ দেয়া হয়েছে। পাশা পাশি দলের নিস্কৃয় ও বিতর্কিত লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com