November 11, 2024, 2:39 pm

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকে ফেন্সিডিল উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকে ফেন্সিডিল উদ্ধার

নিউজ ডেক্স: চাঁপাইনবাবগঞ্জে ১৮১ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার ও পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

৩০ অক্টোবর বুধবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ মধ্য বাজার এলাকায় পরিচালিত অভিযানে ফেনসিডিল ও জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়,নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার তুষার কান্তি বিশ্বাসের নেতৃত্বাধীন একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার সংলগ্ন আমদানিকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় একটি ট্রাক তল্লাশি করে। এ সময় ৫২টন পাথর বোঝাই ট্রাকের ড্রাইভারের কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, পাথর রপ্তানিকারক ভারতীয় প্রতিষ্ঠান শ্রাবন্তী ট্রেডার্স, বাংলাদেশের আমদানীকারক প্রতিষ্ঠান মীর আক্তার ট্রেডার্স এবং সিএন্ডএফ এজেন্ট ছিলেন নূর আমিনের গালফ জোহরা।

পরে পাথরসহ জব্দকৃত ট্রাক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক গোলাম কিবরিয়া।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com