বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা থানা পুলিশ রোববার (২৭অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫জন কে গ্রেফতার করেছে। এদের মধ্যে গত ৫আগষ্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতার উপর হামলার মামলা ও ওয়ারেন্টর্ভূক্ত পলাতক আসামীসহ ৫জন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের মৃত নহির উদ্দিন মোল্লার ছেলে ওয়ার্ড আ’লীগের সভাপতি নাজির হোসেন (৫৬), গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে চরমপন্থী নেতা বেলাল ও বোরহানের ভাই আ’লীগ নেতা ফরহাদ হোসেন সাজিল (৬২), একই ইউনিয়নের চেউখালী গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে নাছির উদ্দিন (২৫), কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আইচান প্রামানিক এর ছেলে আ’লীগ নেতা দুলাল উদ্দিন (৫১) ও গোবিন্দপাড়া ইউনিয়নের আবুল হোসেন ।
এ ব্যাপারে বাগমারা থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের সোমবার (২৮অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।