February 18, 2025, 3:21 am
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর কুন্ডার একাধিক মামলাসহ গ্রেফতারী পরোয়ানাভূক্ত ০১(এক) জন কুখ্যাত ডাকাত গ্রেফতার।
শনিবার ২৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ নাসিরনগর উপজেলায় থানায় কর্মরত এএসআই৷ (নিঃ)মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে অত্র থানাধীন ০৩নং কুন্ডা ইউপিস্থ কুন্ডা এলাকা থেকে নাসিরনগর থানার ,এফআইআর নং-১৪, তারিখ- ১১ অক্টোবর, ২০২৪; জি আর নং-১৮৭, তারিখ- ১১ অক্টোবর, ২০২৪; ধারা- 399/402 The Penal Code, 1860; নাসিরনগর থানার এফআইআর নং-৬/৬, তারিখ- ১৪ জানুয়ারি, ২০২২; জি আর নং-০৬/২২, তারিখ- ১৪ জানুয়ারি,২০২২ ধারা -১৪৩/১৪৭/৩৫৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৪ পেনাল কোড- ১৮৬০, নাসিরনগর থানার এফআইআর নং-২৬/৩৩৫, তারিখ- ২৬ নভেম্বর, ২০১৮; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড- ১৮৬০; নাসিরনগর থানার এফআইআর নং-৪৫ জিআর ৪৪৩/১৪, তারিখ- ২৪ নভেম্বর, ২০১৪; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; নাসিরনগর থানার এফআইআর নং-৩১/৫১২, তারিখ- ২৫ নভেম্বর, ২০১৩; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড- ১৮৬০; নাসিরনগর থানার এফআইআর নং-১৯, তারিখ- ২৩ জুলাই, ২০২৪; জি আর নং-১৪০, তারিখ- ২৩ জুলাই, ২০২৪; ধারা- 143/447/323/324/325/326/307/354/506/114 The Penal Code, 1860; বর্ণিত মামলা সমূহের আসামী কুখ্যাত ডাকাত কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মজিদ (৩৫) পিতাঃ জোর আলী কে গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com