February 18, 2025, 4:03 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার বিকেলে উপজেলার কেশবপুর গ্রামে আগামী ২৬ অক্টোবর জগতপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশকে সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও জগতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি মুন্সি আমিরুল ইসলাম মানিক।ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে সভায় উপস্থিত নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইস্টলন্ডন বিএনপির সহ-সভাপতি মুন্সি আবুল হোসেন।জগতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.ছানাউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা জাসাসের আহবায়ক মো.সামির হোসেন ভূইয়া,৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন ভূইয়া,যুগ্ম- সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদীন,স্থানীয় ওয়ার্ড সদস্য মো.আক্তার হোসেন প্রমুখ।
জগতপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো.আল আমিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ ফরিদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.শামীম আহমেদ,জগতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো.সবুজ আহমেদসহ ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com