March 15, 2025, 8:38 am
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে প্রেস ক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ সাদাত। সভায় উপজেলার সাংবাদিকদের ঐক্যের স্বার্থে পূর্বের কমিটি বিলুপ্ত করে করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. আরিফুল হক রুবেলকে আহ্বায়ক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মো. আরিফ সাদাতকে সদস্য সচিব করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, রফিকুল ইসলাম রফিক (দৈনিক উপচার), এস এম হাসানুল ইসলাম সেন্টু (তরঙ্গ নিউজ)।
গঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আবু হাসাদ (দৈনিক প্রতিদিনের সংবাদ), মাহবুবুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মাহাফুজুর রহমান তুহিন (দ্যা পিপুলস্ নিউজ টুয়েন্টিফোর)।
সভায় স্থানীয় সাংবাদিকদের এই প্রেসক্লাব ব্যতিত অন্য কোনো সংগঠন না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আহ্বায়ক কমিটিতে থাকা সদস্যরাসহ উপজেলায় বিভিন্ন প্রিন্ট, অনলাইন মিডিয়ায় কর্মরত প্রতিনিধিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। #
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com