November 11, 2024, 2:10 pm

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

তিতাসে লক্ষ্মীপূজায় দূর্বৃত্তদের হামলায় আহত- ৪

তিতাসে লক্ষ্মীপূজায় দূর্বৃত্তদের হামলায় আহত- ৪

এস এ ডিউক ভূইয়া: কুমিল্লার তিতাসের সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দিতে লক্ষ্মীপূজায় দূর্বৃত্তরা হামলা চালিয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পুরান বাতাকান্দি রায়পুর গ্রামের শীলবাড়িতে এই হামলার ঘটনা ঘটে।যারা আহত হয়েছেন তারা হলেন, পুরান বাতাকান্দি রায়পুর গ্রামের হরিপদ শীলের ছেলে শক্তি চন্দ্র শীল (৪০) প্রফুল্ল শীলের ছেলে জনি শীল (৩০), হাকিম বেপারীর ছেলে তামিম (৩২), ও  তপন চন্দ্র শীলের ছেলে সোহাগ (২৭)। শীল বাড়ির শ্রীধাম ও তপন চন্দ্র শীল বলেন,আমরা সুন্দর মতোই লক্ষ্মীপূজা উদযাপন করছিলাম। হঠাৎ ২০-২৫ জনের একটি দল নৃত্য করতে চায়। আমরা বাঁধা দেইনি।কিন্তু তারা মহিলাদের সাথে অসংলগ্ন আচরণ করে। আমরা বাঁধা দিলে তারা আমাদের উপর আক্রমণ করে।পরে তারা তাৎক্ষনিক চলে যায়। বর্তমানে আমরা আতঙ্কে আছি। পূজা সংক্ষেপ করে ফেলেছি।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার সূত্রধর আক্রমণ স্থান পরিদর্শন করে বলেন, বিষয়টি খুবই নিন্দনীয়।আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, দূর্বৃত্তদের পরিচয় আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। যাতে ভবিষ্যতে এধরনের কর্মকান্ড করতে সাহস না পায়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার কোষাধ্যক্ষ বীরেন্দ্র দেবনাথ,  কড়িকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস, পুরান বাতাকান্দি রায়পুর শীলবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত চন্দ্র বর্মন প্রমূখ।তিতাস থানার ওসি মো. মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, সনাতনধর্মীরা লক্ষ্মীপূজা পালনের সময় কিছু বখাটে কথা কাটাকাটির সময় একজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com