February 14, 2025, 8:43 pm

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসে জামায়াতে ইসলামীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু বিএনপির উদারতায় জামায়াত এদেশে রাজনীতির সুযোগ পাই: রাজশাহীতে রিজভী বসন্তের আমেজে মুখরিত রাবি প্রাঙ্গণ রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু   রাণীশংকৈলে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি  উদ্ধার গ্রেপ্তার -১ সরাইলে ৬৯ তম হরিনাম সংকীর্তনে হাজারো ভক্তের ঢল তিতাসের বিশিষ্ট শিল্পপতি নাজমুল হাসানের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হেলেন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৭৫ হাজার টাকা প্রদান দুর্গাপুরের সাবেক পৌর মেয়র মিঠুসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী কারাগারে  রাজশাহীতে কারাবন্দী ব্যবসায়ীর ব্যাংক হিসাব থেকে ৩৭ লাখ টাকা গায়েব
রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামালার অভিযোগ 

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামালার অভিযোগ 

রকিবুল হাসান,রাজশাহীঃ রাজশাহী বাস মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কার্যক্রমকে কেন্দ্র করে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের ওপর  হামালার  অভিযোগ  উঠেছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।

তারা দুজন হলেন, আমিরুল ইসলাম  (৩২)ও সাজ্জাদ হোসেন (৪৯)। তারা বাস মালিক সমিতির  কর্মচারী।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেওয়ার পূর্বমুহুর্তে হামলার শিকার হোন হেলাল উদ্দিন।

এরইমধ্যে আহতদের হাসপাতালের  জরুরি বিভাগে চিকিৎসা সেবা শেষে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের নেতৃত্বে  জেলা প্রশাসক  কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দরা  বর্তমান কমিটিকে স্থায়ী রাখার দাবিতে  স্মারকলিপি দিতে

গেলে বাধা দেয়  বাস মালিক সমিতির আরেকটি গ্রুপ।

পরে স্মারকলিপি প্রদানে বাধার দেওয়ার  কারণ জানতে চাইলে মাইনুল হক হারু,আওয়ামী লীগ নেতা মোমিন,রাকেশ,জাহাঙ্গীর সহ প্রায়  শতাধিক ব্যক্তি  বেশি অস্ত্রশস্ত্র নিয়ে  হেলাল উদ্দিনের ওপর হামালা চালায়।

পরে খবর পেয়ে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা  দুপক্ষকে সরিয়ে দেয়।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, বাস মালিক সমিতির বর্তমান কমিটি রাখার পক্ষে জেলা প্রশাসকের   কার্যালয়ে সমিতির সদস্যদের একটি স্মারকলিপি প্রদান করতে  গেলে হারু  আওয়ামী লীগের  মোমিন জাহাঙ্গীর, রাকেশসহহারু  শতাধিক সন্ত্রাসীরা  আমার উপর হামলা চালায়।  এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান বলেন, আমরা চাই এখানে প্রশাসক নিয়োগ করা হোক এরপর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা সড়ক পরিবহণের দায়িত্ব নিবে। কোনো অবৈধ প্রতিনিধি আমরা মানবো না।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আশরাফুল ইসলাম জানান, বিশৃঙ্খলার  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করতে আসেনি।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com