February 18, 2025, 2:34 am
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন ভবানীগঞ্জ পৌরসভার বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান বল্টু ।
শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান বল্টু। সদস্য সচিব মোজাম্মেল হক,যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহিন,কৃষক দলের আব্বায়ক সাজ্জাদ,বিএনপি নেতা ইউনুস,সাবেক ছাত্রনেতা রকি,দুই নং ওয়ার্ডের সভাপতি মন্টু, সেক্রেটারি ফিরোজ আহমেদ,আব্দুল মান্নান, জামাল,রুবেল,সনি,আব্দুল মালেকসহ ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আখতারুজ্জামান বল্টু বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো শান্তিপূর্ণভাবে উদযাপন হচ্ছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। ধর্মীয় ভাবগাম্ভীর্যে যাতে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করতে পারেন, সেজন্য মন্ডপে মন্ডপে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। বিএনপি আগেও সনাতনীদের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিএনপির নেতৃবৃন্দ ভবানীগঞ্জ পৌরসভা রামকৃষ্ণপুর,হালদারপাড়া,পালপাড়া,বাগমারা উপজেলা কেন্দ্রীয় মন্দিরসহ ভবানীগঞ্জের প্রতিটি পূজা মন্ডপ ঘুরে ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com