October 5, 2024, 12:09 pm
আবুহেনা,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কা জ করা সংগঠন ‘ছায়াপথ’।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গান্ধী মোড়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানটির। যার মূল অংশে ছিল ‘পথশিশুদের কন্ঠে কবিতা আবৃত্তি’, ‘রঙ তুলিতে আঁকা ছবি’, ‘কেক কাটা’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. আশিষ কুমার, ডা. আতাউল হক, ডা. আল-আমিন, মোয়াজ্জেম মিঠু, আমানুল্লাহ ফারুক (বাচ্চু), রিমন মোর্শেদ, ডলার, রাকিব শুভ, পৈসাওতা গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি মাহাফুজ, আতিক প্রমূখ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com