January 24, 2025, 5:59 am
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার ৩০ সেপ্টেম্বর২০২৪ খ্রিঃ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে প্রশাসনিক ভবন মিলনায়তনে সকালে কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করা হয়।” কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মুরাদ মৃধা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস,বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সালেম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ সূধীজন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com