October 5, 2024, 12:37 pm

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
রাণীশংকৈলের রাজবাড়ীগুলো পর্য়ায়ক্রমে সংস্কার করা হবে -মহাপরিচালক সাবিনা আলম  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে আ’লীগ ২ নেতা আটক ১ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে  রাণীশংকৈলে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ  আত্রাইয়ে বর্ণিল আয়োজনে জাতীয় ‘পথশিশু দিবস’ পালিত বাগমারায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার চারঘাটে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কর্মসূচীর উদ্ভোধন রংপুর বিটিসিএলের জিএম-২ আব্দুল মালেক এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
১৪নং হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন গ্রেপ্তার

১৪নং হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ থেকে বাগমারা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আনোয়ার হোসেন হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান।তার বিরুদ্ধে এলাকায় আধিপত্ত বিস্তার ও দাঙ্গাহাঙ্গামার অভিযোগ রয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। বাগমারা থানার পুলিশ জানায়, গত ৫ আগষ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পূর্ব মুহুর্ত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হামিরকুৎসা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের লোকজন নিয়ে উপজেলার সদর ভবানীগঞ্জ বাজারে আসেন এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করেন। এছাড়াও তিনি ওই দিন উপজেলার ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর, ককটেল বিস্ফোরনসহ নানা অপরাধে সাথে জড়িয়ে পড়েন। শেখ হাসিনা দেশ ত্যাগের পর পরই ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন পালিয়ে থাকার পর রোববার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ইউনিয়ন পরিষদে আসলে গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের একাধিক অভিযোগ রয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে ভোটের ফলাফল কারচুপি করে চেয়ারম্যান হবার অভিযোগ রয়েছে। এ নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বিস্ফোরকসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com