October 5, 2024, 12:15 pm
নিউজ ডেক্স: অভিনেত্রী জাকিয়া বারী মম। বেশ কিছুদিন বিরতির পর ফের শুটিংয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী যুক্ত হয়েছেন ‘রিমান্ড’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকে। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে তাকে। বর্তমান চলমান রাজনীতিই এ ধারাবাহিকের মূল বিষয়বস্তু। এটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।
এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প। এরইমধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি। আশা করছি প্রচারে এলে দর্শকের খুব ভালো লাগবে।’
এদিকে দেশের একটি বেসরকারি টিভিতে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক ‘নীল ঘূর্ণি’। এটিতে অপূর্ব’র সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এছাড়াও এ অভিনেত্রী ‘মাস্টার’ শিরোনামে একটি সিনেমার কাজ শেষ করেছেন।
মম অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে গান করেন। সম্প্রতি তার কণ্ঠে একটি রবীন্দ্রসংগীত প্রকাশ হয়েছে। গানটির জন্য বেশ প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী। শ্রোতারা পছন্দ করলে গানে মনোযোগী হবেন বলেও জানিয়েছেন মম।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com