October 5, 2024, 12:12 pm
নিজস্ব প্রতিবেদকঃ সদ্য কারামুক্ত ভবানীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান বল্টু সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদের সাথে।
২৯ সেপ্টেম্বর, রবিবার দুপুরে রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় ভবানীগঞ্জ পৌর আহ্বায়ক আখতারুজ্জামান বল্টু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সদস্য সচিব মোজাম্মেল হক, যুবদল নেতা শাহিনুর রহমান শাহিন, পৌর সদস্য আহসান হাবিব এবং সাবেক ছাত্রনেতা আবু সালেহ ,রাকিব রকি, রাশেদুল ইসলাম বাকি, হামিরকুৎসা ইউনিয়ন যুবদল নেতা লিটন মৃধা প্রমূখ।
উল্লেখ্য, ভবানীগঞ্জ হেলিপোট মাঠে বিস্ফোরক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন কারাভোগের পর জামিন মুক্তি পেয়েছেন ভবানীগঞ্জ পৌর আহবায়ক আখতারুজ্জামান বল্টু ।
বিএনপির পরীক্ষিত নেতা আখতারুজ্জামান বল্টুর কারামুক্তিতে দলটি আরো বেশি বেগবান হলো,তার হাত ধরেই মূলত ভবানীগঞ্জ পৌর বিএনপির প্রগতি অনেকাংশে বৃদ্ধি পায়, এমন অভিপ্রায় ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সাথে সাক্ষাত শেষে ভবানীগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক আখতারুজ্জামান বল্টু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে ভবানীগঞ্জ পৌর ও রাজশাহী জেলা বাসীর কাছে দোয়া কামনা করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com