October 5, 2024, 1:13 pm
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।গতকাল বুধবার বিকালে উপজেলা জিয়ারকান্দি গ্রামের পুর্বপাড়া একটি পরিত্যক্ত মৎস্য প্রজেক্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মেম্বার বিল্লাল মোল্লা বলেন, অজ্ঞাতনামা লাশের খবর শুনে আমি পুলিশকে জানিয়েছি।লাশ পচেঁ গিয়ে বুকের পাজরের হাড়গোড় দেখা যাচ্ছে।লাশটি চেনার কোন উপায় নাই, তবে পড়নে পেন্ট দেখে ধারণা করা হচ্ছে ২৫-৩০ বছরের কোন এক যুবকের লাশ হবে। এ বিষয়টি তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পঁচাগলা লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে আজ মর্গে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com