October 5, 2024, 1:35 pm
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে রাইসুল ইসলাম (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত রাইসুল দিনাজপুর সদর থানার শেখপুর এলাকার সাদেকুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুরে নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন অফিসে সামনে এলে আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়ির এক যাত্রী মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ৬ যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আচমকা চালক দ্রুত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। পারিবারিক কোন অভিযোগ না থাকায় লাস পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ নিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com