October 5, 2024, 12:15 pm
মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) পীরগঞ্জ রংপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কাশীপুর ইউনিয়নে পুষ্টি গ্রামে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পিইনিং ৩ দিন ব্যাপী পুষ্টি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সমাপনী মেলায় প্রধান বিভাগীয় বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুন নবী,উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা স্বজল,প্রেসক্লাব পুরাতনের যুগ্ম আহবায়ক মাহাবুব আলম,পীরগঞ্জ রংপুর বারটান এফ এ রিজওয়ান বিন সাখাওয়াত প্রমুখ।
বক্তারা বলেন, আমাদেরকে শরিলকে সুস্থ রাখতে হলে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে। দৈনিক কমপক্ষে বিভিন্ন প্রকার ২ শত গ্রাম সবজি,১ শত গ্রাম টক ও মিষ্টি জাতীয় ফল, ১ শত গ্রাম শাক,৩ লিটার পানি খেতে হবে। এছাড়াও বিভিন্ন প্রকার পরামর্শ দেন।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর উদ্বোধনের মধ্যে দিয়ে ৩ দিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী কৃষকদের মাঝে সম্মাননা হিসেবে ক্রেস্ট,গাছের চারা ও বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com