October 5, 2024, 1:39 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে জশনের জুলুছ পালিত হযেছে।
জশনে জুলুছে হাজার হাজার নবী প্রেমিক অংশ নেয়।
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সকালে নাসিরনগর কলেজ মোড় জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ময়দান হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীরজাদা রিয়াজুল করিম আল-কাদেরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,পীরে তরিকত মাওলানা আলা উদ্দিন আল-কাদরী, মাওলানা মোস্তাক আল ওয়াইসি আল-কাদরী, পীরজাদা সৈয়দ আবু বক্কর সিদ্দিক, সৈয়দ আশরাফুল আবদাল মোকাল্লীদ, মাও: ইলিয়াস হোসাঈন, গোলাম মোহাম্মদ খান, মাওঃ সিরাজুল ইসলাম কনা মিয়া, মাওঃ কুতুবুল আজিজ, মাওঃ জসিম উদ্দিন আল- কাদরী, মাওঃ এখলাছুর রহমান, মাওঃ হাবিবুর রহমান প্রমুখ। সভার শেষে মিলাদ কেয়াম ও মোনাজাত মাধ্যমে সমাপ্তি করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com