October 5, 2024, 12:13 pm
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া সহ পাশ্ববর্তী গ্রামের একঝাঁক তরুন নাগরিকদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিপ্লবী নাগরিক সমাজ এর আত্নপ্রকাশ হয়েছে।
বৃহষ্পতিবার(১২ই সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকা’র সময় মুগাইপাড়া বাজারে নিজ কার্যালয়ে কমিটি গঠন করা হয়।
এই বক্তৃতারা বলেন, অন্যায়ের বিনাশে আমরা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাদের লক্ষ সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ,বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা,দূর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন,শান্তি ও শৃঙ্খলা বিনষ্টকারী গোষ্ঠিকে প্রতিহত করা ও সমাজসেবা মূলক কাজে অংশগ্রহন করা।
এই সময় বিপ্লবী নাগরিক সমাজ(বিনাস) এর ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করা হয়, সভাপতি হাসানুজ্জামান হাসান,সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আইনুল হক পলাশ,সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ ও আঃ রহমান বুলবুল,প্রচার সম্পাদক রুবেল হক,অর্থ সম্পাদক হাফিজুর রহমান,সংস্কৃতি ও শিক্ষা সম্পাদক নাদিম মাহমুদ,ঞীড়া সম্পাদক ফরহাদ রেজা এবং সাধারণ সদস্য আ:রহিম,যুবরাজ,আ:হান্নান,রাব্বানী,নাহিদ,সাদ্দাম,প্রমূখ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com