October 5, 2024, 11:52 am
পুঠিয়া রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার ভোরে বানেশ্বর বাজারে ঘোরাঘুরি করা অবস্থায় পুঠিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা সৃষ্টি, দোকান ভাঙচুর, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা এলাকায় ডিশের ব্যবসা করায় তিনি ডিশ কালাম নামে পরিচিত। তার বাড়ি বানেশ্বর নামাজ গ্রামে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে বানেশ্বর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের গাড়ী ভাংচুরসহ চারটি মামলা রয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com