October 5, 2024, 12:30 pm
মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার রিভারভিউ উচ্চবিদ্যালয়ে রবিবার রাত ৯.০০ টায় তাহেরপুর পৌরসভার দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি, সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এবারে দুর্গাপূজা পালনে নিরাপত্তা সহ যাবতীয় বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আবু নাঈম শামসুর রহমান মিন্টু বলেন, শামীম ওসমান বলতেন খেলা হবে, তো এবার আমি বলতে চাই পূজা হবে,আনন্দ-ঘন পরিবেশের মধ্যে পূজা হবে,ভয়-ভিত উপেক্ষা করে পূজা হবে,আপনারা বিগত দিনে যে ভাবে পূজা পালন হয়েছে এবার তারচেয়ে ধুম-ধাম করে পূজা হবে, পৌর ছাত্রদল যুবদল,কৃষকদল, সহ পূজা কমিটির সবাই সহযোগীতায় থাকবে।
হিন্দুরা আমাদের ভাই ,তারা সংখ্যলঘু নয় পূজা উৎযাপনে বাগমারা থানার পুলিশ সহযোগীতা করবে, সম্পপ্রীতির বন্ধনে পূজা উৎযাপন করতে চাই। যদি হিন্দুদের পূজায় মুসলমানরা না যায় তাহলে পুজা উৎসব মুখর হয়না,আমরা পূজা মন্ডপের নিরাপত্তা নিশচিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাব। আওযামীলীগের পতন হয়েছে হিন্দু ভাইদের তো পতন হয়নি আপনারা পূজা উৎযাপন করবেন আমরা আপনাদের পাশে আছি।
উক্ত মতবিনিময় সভায় ৩নং ওয়ার্ড কমিশনার কারর্তিক সাহা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বাবু, সত্য জিৎ রায় তোতা, তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি সোহাইল, বাগমারা থানার তদন্ত ওসি, বাগমারা থানার ওসি তৌহিদুর রহমার সহ প্রমূখ।
বাগমারা থানার ওসি তৌহিদুর রহমান তৌহিদ বলেন, এবারে শারদীয় দুর্গাপূজা উৎসব স্বতস্ফুর্ত পালনে আমাদের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।
শারদীয় দূর্গাপূজাঁ পালনে প্রশাসনসহ জনসাধারণ ও রাজনৈতিক দল সার্বিক সহযোগীতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com