আতিকুর আশা চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
চারঘাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ট্রাফিকমোড় সংলগ্ন জায়গায় পেীর বিএনপির সভাপতি মমিনুর হক এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সভা ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাদঁ।
পেীর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মোজাফ্ফর হোসেন, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, পৌর যুবদলের আহŸায়ক আনোয়ার হোসেন আনাসহ উপজেলা বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের জন্য একমিনিট নিরাবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।