December 6, 2024, 2:05 am
আতিকুর রহমান আশা চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। রাজশাহীর চারঘাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বাস্তবায়নে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে উন্মক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন এর শুভ উদ্ভোধন করেন উপ-পরিচালক,মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগ,রাজশাহী মোঃ আব্দুল ওয়াহেদ মন্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক,মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগ,রাজশাহী আব্দুল ওয়াহেদ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক(ফিন্ড সার্ভিস) ,মৎস্য অধিদপ্তর,মৎস্যভবন ,ঢাকা, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির,চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু প্রমুখ।
রাজস্ব খাতে আওতায় উপজেলার পরিষদ পুকুরসহ সাতটি উন্মুক্ত ও আনুষ্ঠানিক জলাশয়ে মোট ২শ৯৪.১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com