September 10, 2024, 5:30 pm
আতিকুর আশা চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে চারঘাট প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারন সম্পাদক যুগান্তরের চারঘাট প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন,সাবেক সাধারন সম্পাদক রাজন আলী, সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক শান্ত আলী , প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু,যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, কোষাদক্ষ মিঠু রানা,সিনিয়র সদস্য শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক জুবায়ের ইসলাম প্রমুখ।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ বলেন, গত ১৫ বছর দেশের মানুষ এক বন্দী দশার মধ্যে দিন পার করেছে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাষক খুনি শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। এই স্বাধিনতাকে নষ্ট করতে এক শ্রেণীর সুযোগ সন্ধানীরা বিভিন্ন ধরণের অপকর্মে লিপ্ত হয়েছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিএনপি কখনও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নয় দাবি করে তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকবে তাদের কঠোর হাতে দমন করতে হবে।
তিনি বলেন, সাংবাদিকরা গত ১৫ বছরে স্বাধীন ভাবে তাদের লেখনী লিখতে পারেনি। আজ সাংবাদিকরা স্বাধীন। তাই সত্য লিখতে কারো কোন রক্তচক্ষুকে ভয় নেই। আমি সব সময় সাংবাদিকদের পাশে থেকেছি। ভবিষ্যসতেও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com