রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সারাদেশে অতিরিক্ত টোল, চাঁদাবাজী, বিভিন্ন অনিয়ম বন্ধ হলেও বন্ধ হচ্ছে না ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার পশুর হাটের অতিরিক্ত টোল আদায়।
শনিবার (৩১ আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, গরু প্রতি ২৩০ টাকা নেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও নেওয়া হচ্ছে ৩০০ টাকা। গরু প্রতি ৭০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে।গত ১২ মে এ বিষয়ে স্থানীয় আঃ রাজ্জাক, মানিক সহ ৭ জন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো প্রতিকার মিলেনি। গরু ব্যপারী আশির উদ্দিন জানান কোরবানি হাট চলাকালীন সময়ে অতিরিক্ত ৫০০ টাকা টোল আদায়ের দায়ে ভ্রম্যমাণ আদালতে ১ লাখ ৫০ টাকা জরিমানা করা হয়েছিল তবুও থামেনি এই অনিয়ম।
ব্যাপারী মাহামুদ আলী জানান এই হাটে কোন দিন সরকারি নিয়মে টোল নেওয়া হয়নি, প্রশাসন এসে জরিমানা করে চলে যাওয়ার পরেই আবার অতিরিক্ত টোল নেয়া শুরু করে। মাঝে মধ্যে লোক দেখানো জরিমানার করছে প্রশাসন এতেও বন্ধ হয়নি এই অনিয়ম। সাধারণ মানুষ এবং প্রশাসনের সঙ্গে লুকোচুরি করেই চলছে অতিরিক্ত টোল আদায়। এর শেষ কোথায় জানতে চায়।
এবিষয়ে ইজারাদারের সাক্ষাৎকার চাইতে গেলে ইজারাদার লিয়ন ও বাবু কোন সদোত্তর না দিয়ে সাংবাদিকের উপর ক্ষিপ্ত হন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, নির্ধারিত টোলের চেয়ে বেশি নেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।